জামিন পেলো ’মজা লস’ এর অ্যাডমিন
আপডেট: ২০১৫-১২-১৪ ১৮:৫৬:১২
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস’-এর অ্যাডমিন রেফায়েত আহমেদকে জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা বেগম এই আদেশ দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তারকৃত রেফায়েতকে দুই দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে রেফায়েতের জামিন মঞ্জুর করেন আদালত।
রেফায়েতের আইনজীবী নূর মোর্শেদ সংবাদমাধ্যমকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো ধরনের তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি পুলিশ। আদালত একজন আইনজীবীর জিম্মায় তাকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন।
এদিকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম জানান, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মহানগর দায়রা জজ আদালতের জামিন দেয়ার ক্ষমতা নেই । তথ্যপ্রযুক্তি আইনের ৭১ ধারা অনুযায়ী একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনালই জামিন মঞ্জুরের ক্ষমতা রাখেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রুম্মান মাহমুদের দাবি, রেফায়েত দীর্ঘদিন ধরে ‘মজা লস’ ফেসবুক পেজে সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালিয়ে আসছেন।
এই অভিযোগে ১০ ডিসেম্বর রেফায়েতকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাকে আবার আদালতে হাজির করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ