নৌকাডুবির ঘটনায় জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-০৯ ১৩:৪০:০৫
নেত্রকোনার কমলাকান্দায় গুমাই নদীতে নৌকা ডুবে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি মৃতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, নৌকা ডুবিতে একই সাথে এতগুলো মানুষের প্রাণহানী মেনে নেয়া যায় না। তাই দূর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা জরুরী। তদন্তে কারো অপরাধ প্রমাণিত হলে, তার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দূর্ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যুক্তিযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
একই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সানবিডি/আরএম/১৩/৪০/৯/৯/২০