উচ্ছৃঙ্খলতার অভিযোগে বাদ, প্রমাণ চাইলেন আমব্রিন
আপডেট: ২০১৫-১২-১৪ ১৯:২৪:৫৯
ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের উপস্থাপক ছিলেন দুজন- আমব্রিন ও পামেলা ভুতোরিয়া। কিন্তু আগামীকাল বিপিএলের ফাইনাল ম্যাচে আমব্রিনকে আর দেখা যাবে না। চ্যানেল নাইনের অনুষ্ঠান ও ইভেন্টপ্রধান তানভীর খান আজ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমব্রিনের বিপিএলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুরো আসরে আমব্রিন উপস্থাপনা করলেও ফাইনালের দিন বাদ দেওয়া প্রসঙ্গে তানভীর খান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিপিএল ২০১৫ থেকে বাদ পড়েছেন আমব্রিন। আচরণবিধি লঙ্ঘন এবং উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে।’
এদিকে আমব্রিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ যদিও পুরো টুর্নামেন্টে ভালো করেছি তবুও বিপিএলের ফাইনালে আমি থাকছি না। এর কারণ- যেকোনো মূল্যেই হোক না কেন, এমন কিছু করতে আমি প্রস্তুত ছিলাম না, যা আমার নৈতিকতার সঙ্গে যাবে না। রাখে আল্লাহ মারে কে?’
বিপিএল থেকে বাদপড়ার কারণ জানতে চাইলে আমব্রিন বলেন, ‘আগামীকাল ফাইনালে আমি থাকব না। এটা সত্যি। আমি আসলে এমন কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে চাইনি যা আমার নৈতিকতার সঙ্গে যাবে না। আমার যোগ্যতা রয়েছে। আমার ব্যক্তিত্ব আমি ধরে রাখতে চাই।
আর বিপিএলের পুরো টুর্নামেন্টে আমি ছিলাম। শুধু ফাইনালেই থাকছি না। এর কারণ কী হতে পারে? সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। আমাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে আমি নাকি উচ্ছৃঙ্খল! এটা কীভাবে সত্যি হয়? যদি তাই হতো তাহলে এত দিন কীভাবে উপস্থাপনা করলাম? আমি আমার উচ্ছৃঙ্খলার ও আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ দেখতে চাই।’
বিপিএল কর্তৃপক্ষের ওপর কি কোনো কারণে অসন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে আমব্রিন বলেন, ‘শুধু বাদ পড়ার জন্যই যে আমাকে অসন্তুষ্ট হতে হবে, বিষয়টা সেই রকম নয়। আমি বিপিএলে দেশ ও দেশের বাইরে থেকে অনেক সাড়া পেয়েছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। নিজের সেরা পারফর্ম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া বিসিবি কর্তৃপক্ষ আমার অনেক প্রশংসা করেছে। এর চেয়ে বড় পাওয়া কী হতে পারে?’