আইন ভঙ্গের দায়ে ৬ প্রতিষ্ঠানকে সতর্ক করলো বিএসইসি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-১০ ১৭:৪২:২০
সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ৬টি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বৃহস্পতিবার কমিশনের ৭৩৯তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
তবে কোন ৬ কোম্পানিকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানায়নি কমিশন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/আরএম/১৭.০৪/১০/৯/২০