চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-১১ ১৪:২২:০৫
সবজির দাম যেন কমতে ভুলেই গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সেই সাথে বেড়েছে পেঁয়াজের দামও।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে চড়া দামেই সবজি বিক্রি হতে দেখা গেছে।
প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০-২২০ টাকা। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।
গাজর আগের মতই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। উস্তার কেজি ৭০-১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি।
পটলের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। দাম কমার তালিকায় থাকা কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।
বেগুন গত সপ্তাহের মতো ৬০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। কাঁচা মরিচের ঝাল আগের মতই কড়া। ২০০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ।
এদিকে, গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। আজ খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
সানবিডি/আরএম/১৪.২২/১১/৯/২০