সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১২ ১১:২৭:৪৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৩ লাখ ৪১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাভার রিফ্যাক্টরিজের দর কমেছে ১৭ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলা সুগার মিলের দর কমেছে ১৩ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বরের ১০ দশমিক ৭৮ শতাংশ, ইমাম বাটনের ১০ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা পেটের ১০ দশমিক ১৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৯১ শতাংশ, জুন স্পিনার্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৬৩ শতাংশ এবং সমতা লেদারের ৯ দশমিক ২৯ শতাংশ দাম কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:২৭/১২/৯/২০