ফের অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল শুরু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৩ ১২:৫৫:৪৫
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় স্থগিত হয়েছিলো। তবে আবারও এটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে ফিরেছে।
মেডিসিন হেলথ রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) পুনরায় ট্রায়ালের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ডের করোনাভাইরাস ভ্যাকসিন যুক্তরাজ্য জুড়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলবে।
এর আগে প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। চূড়ান্ত দফায় ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন উদ্ভাবকরা।
সানবিডি/আরএম/১২.৫৫/১৩.৯/২০