ডিএসইর মোবাইল অ্যাপস ব্যবহার করা যাবে ১২ ঘন্টা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৪ ০৯:৩৯:০১
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপসের ব্যবহার কমিয়েছে। ২৪ ঘন্টার পরিবর্তে আজ থেকে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত মোবাইল অ্যাপস দিয়ে ব্যবহার করা যাবে। এখন ২৪ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা ব্যবহার করা যাবে।
উল্লেখ, ডিএসইতে সকাল ১০টা থেকে আড়াই পর্যন্ত লেনদেন চলে। এর পরও মোবাইলে ২৪ ঘন্টা পোর্টফলিও দেখা যায়। সাইবার হামলার আশঙ্কায় সময় কমিয়েছে ডিএসই। তবে এখানে লেনদেনর কোন সমস্যা হবে না।
সম্প্রতি সরকারের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে সাইবার হামলা সংক্রান্ত সতর্ক বার্তা আসে। সতর্কবার্তায় বলা হয় বিগল বয়েজ নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। এর পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেওয়া হয়। একই সঙ্গে আরোপ করা হয় বাড়তি সতর্কতা। এরপর থেকে বিভিন্ন ব্যাংক রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়। এরই পথ ধরে ডিএসই তাদের মোবাইল অ্যাপসের সময় কমানোর সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো আগের সময়সীমায় অনুসারণ করবে ডিএসই।
উল্লেখ,পুঁজিবাজারের সেবা বিনিয়োগকারীদের কাছে সহজভাবে পৌঁছে দিতে ২০১৬ সালের ৯ মার্চে মোবাইল অ্যাপ চালু করে ডিএসই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ