শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের এমডি পেল আন্তর্জাতিক পুরস্কার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ০৮:৫৪:২০


পুঁজিবাজারের তালিকাভুক্ত  শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

ইসলামিক ব্যাংকিং উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘ইসলামিক ফাইন্যান্স পারসোনালিটি ২০২০’ পুরস্কার পেয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান কেমব্রিজ আইএফএ আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনার কারণে অনুষ্ঠানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।