শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ১৫:২৮:০৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৮ বারে ৫৪ লাখ ৯৪ হাজার ১৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৬ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২ হাজার ৩৩৭ বারে ৪৯ লাখ ৩৯ হাজার ১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ৪৭ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৯ বারে ২২ লাখ ৫৮ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ৮ দশমিক ২২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫ দশমিক ৮৩ শতাংশ, সায়হাম কটনের ৪ দশমিক ৯০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ দশমিক৮৩ শতাংশ এবং জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:২৮/১৭/৯/২০