বাংলাদেশে নির্মাণ হবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন!!
আপডেট: ২০১৫-১২-১৫ ১৮:২৯:২৪
পৃথিবীর জনসংখ্যা অনুপাতে ভূমির সংখ্যা হ্রাস পাচ্ছে দিন দিন। যার ফলে সারা বিশ্বে সবাই চাইছে ভূমির সঠিক ব্যবহার করতে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেই চিন্তা থেকেই রাজধানী ঢাকার উপশহর পূর্বাচলে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৩০ তলা ভবনের সম্ভাব্য উচ্চতা হবে ২ হাজার ১৪৫ ফুট।
প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে রাজউকের উপশহর পূর্বাচলে। প্রকল্পের ১৯ নং সেক্টরের রাজউক ঘোষিত সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় এটি নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। দুই শ’ তলা এই ভবনের উচ্চতা হবে ৩ হাজার ২৮০ ফুট। দ্বিতীয় সর্বোচ্চ ভবন ২০১০ সালে নির্মিত হয়েছে দুবাই। ১৬৩ তলা এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।
বাণিজ্যিক কমপ্লেক্স হিসেবে ঢাকার ভবনই হবে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ভবন। শুধু তাই নয় উচ্চতা ও আয়তনের দিক দিয়ে এটি হবে বিশ্বের সর্বোচ্চ তৃতীয় বৃহত্তম ভবন। প্রস্তাবিত ভবনটির নাম হবে ‘কেপিসি বেঙ্গল টাওয়ার।’
ভবনটি ঘিরেই বাংলাদেশ তথা উন্নত বিশ্বের অর্থনৈতিক ও বাণিজ্যিক দেশের প্রশাসনিক সকল কর্মকাণ্ড সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। সরকার ২০১৭ সালের মধ্যেই ভবনটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ