যন্ত্র দিয়ে আমন ধানের চারা রোপণ শুরু

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৭ ১৭:৪০:৩৪


নেত্রকোণা জেলার বারহাট্টায় রাইস ট্রান্সপ্লেনটার যন্ত্রের ‍সাহায্যে ফসলের ক্ষেতে আমন ধানের চারা রোপণের কাজ শুরু হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রের উদ্বোধন করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ বলেন,চলমান মহামারী করোনার  প্রাদূর্ভাব ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষি ও কৃষকের সহায়তায় সরকার নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। সরকার ঘোষিত প্রণোদনার অংশ হিসেবে কৃষি অধিদপ্তর বারহাট্টাসহ নেত্রকোণার পাঁচ উপজেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে রোপা-আমনের চারা সরবরাহ ও রোপণের কাজ করছে। এলাকায় কৃষি শ্রমিকের ঘাটতি আছে। মুজুরিও বেশী। হাতে রোপণে সময়ও বেশী লাগে। খরচ ও সময় সাশ্রয়ের স্বার্থে কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচীর আওতায় ধানের চারা রোপণে ট্রান্সপ্লেনটার যন্ত্রের ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রের দ্বারা একজন শ্রমিকের দিনে ৩০ কাঠা জমিতে চারা লাগানোর সুযোগ আছে। একজন শ্রমিক হাত দ্বারা দিনে এক কাঠা জমিতে চারা রোপণ করতে পারেন।

এ ব্যাপারে জানা যায়, হাঠশিরা গ্রামের কৃষক রুহুল আমীনের জমিতে চারা লাগানোর মধ্যদিয়ে যন্ত্রটির উদ্বোধন করা হয়। রুহুল আমীন বলেন, ‘সরকার যন্ত্র দিয়ে ধানের চারা লাগানোর ব্যবস্থা করায় সকলেই খুশি। এক কাঠা (দশ শতক) জমিতে চারা রোইতে একদিন লাগে। যন্ত্রের কারণে সময়ও বাঁচব, খরচেরও সাশ্রয় অইবো। সরকার সবকিছুই বিনামূল্যে দিতাছে।’

জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে উপজেলা কৃষি বিভাগ ১৬ জন কৃষকের ১৬ বিঘা জমিতে বিনামূল্যে চাষাবাদের উদ্যোগ নিয়েছে।

সানবিডি/এনজে