সাপ্তাহিক দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৮ ১৫:২৩:৪৯


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা  হক্কানী পালপ এন্ড পেপার লিমিটেডের দর কমেছে ১৭ দশমিক ৫৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮  কোটি  ৫৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিস নেটওয়ার্কের দর কমেছে ১৪ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দুলা মিয়া কটনের ১৩ দশমিক ৫১ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১০ দশমিক ৯০ শতাংশ, ফাইন ফুডসের ১০ দশমিক ৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৯ দশমিক ৩৮ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ০৯ শতাংশ, এডিএন টেলিকমের ৮ দশমিক ৪৯ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৪৪ শতাংশ দাম কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৫:২১/১৮/৯/২০