জাতিসংঘে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬ বছর
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৯ ১৩:৫৮:০১
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আনন্দ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশ করা হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালের ওইদিন বাংলাদেশকে সদস্যরাষ্ট্র হিসেবে জাতিসংঘ অন্তর্ভুক্ত করে।
এরই ধারাবাহিকতায় সেই বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলায় ভাষণ দেন বাংলাদেশের জাতির পিতা ও সে সময়ের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এ আনন্দ-সমাবেশে সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের ৫ দিন পর ২১ ডিসেম্বর ঢাকায় জাতিসংঘের রিলিফ অপারেশন (ইউএনআরডি) তৈরি করা হয়। যেটির পরিচালনায় ছিলেন রবার্ট জ্যাকসন, যা বাংলাদেশে জাতিসংঘের রিলিফ অপারেশনগুলোতে উন্নীত হয়েছিল (ইউএনআরওবি)। এটি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল।
তিনি আরও উল্লেখ করেন যে, জাতিসংঘের মহাসচিব কোর্ট ওয়াল্ডহ্যাইম ১৯৭৩ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ সফর করেন। জাতিসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত চালনা বন্দরের (বর্তমান মংলা বন্দর) পুনর্গঠনের জন্য সহায়তা করে। জাতিসংঘ ১৯৭৩ সালে পাকিস্তানে আটক বাঙালিদের বাংলাদেশে প্রত্যাবাসনে সহায়তা করেছিল এবং ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।
অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ‘সহ-সভাপতি শামছুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী, সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার , যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, স্টেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন, সহ-সভাপতি হুমায়ূন কবির প্রমুখ।’
সান বিডি/ নাজমুল/০১:৫৭/১০.০৯.২০২০