ব্রাজিলের শক্তিশালী স্কোয়ার্ড ঘোষণা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৯ ১৬:১০:৪১


লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই উপলক্ষে ব্রাজিলের শক্তিশালী স্কোয়ার্ড ঘোষণা করেছে কোচ তিতে। ২০২২ সালে কাতারের মূল পর্বে জায়গা পাওয়ার লড়াইয়ে আগামী মাস থেকে মাঠে নামবে ব্রাজিল। প্রথম রাউন্ডে তাদের দুই প্রতিপক্ষ বলিভিয়া ও পেরু।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই শুরু হওয়ার কথা ছিল মার্চে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পেছাতে পেছাতে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের লড়াই। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিশ্চিত করেছে, বাছাই পর্বের জন্য ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা খেলোয়াড়দের অবশ্যই দলে রাখতে হবে। তিতে তাই তার পছন্দের স্কোয়াডই গড়তে পেরেছেন।

ব্রাজিলের গোলবারের নিচে ফিরছেন ‘এক নম্বর’ গোলকিপার আলিসন। সঙ্গে রয়েছে থিয়গো সিলভা ও মারকিনুসদের নিয়ে গড়া শক্তিশালী রক্ষণ। মাঝমাঝে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে কাসেমিরো ফেরায়। আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে যোগ দেবেন রবের্তো ফিরমিনো-গাব্রিয়েল জেসুসরা।

৯ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ম্যাচ দিয়ে ব্রাজিল শুরু করবে কাতার বিশ্বকাপের বাছাই। এরপর ১৩ অক্টোবর আতিথ্য নেবে পেরুর মাঠে।

স্কোয়াড:

গোলকিপার: আলিসন, সান্তোস, ওয়েভার্টন; ডিফেন্ডার: দানিলো, গাব্রিয়েল মেনিনো, আলেক্স তেল্লাস, ফিলিপে, রেনান লোদি, মারকিনুস, থিয়াগো সিলভা, রোদ্রিগো; মিডফিল্ডার: কসেমিরো, ফাবিনিয়ো, ফিলিপে কুতিনিয়ো, ব্রুনো গুইমারায়েস, দগলাস লুইজ, এভারটন, রিবেইরো; ফরোয়ার্ড: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রোদ্রিগো, এভারটন, নেইমার।

সান বিডি/ নাজমুল/ ০৪:১০/১০.০৯.২০২০