“জলবায়ু সম্মেলনে দাপটের সঙ্গেই অংশ নিয়েছি”

আপডেট: ২০১৫-১২-১৫ ১৯:৫৫:৩৭


anwer monju_94794পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এবারের জলবায়ু সম্মেলনে একটি বড় অর্জন হলো আমরা দাপটের সঙ্গে সেখানে ভূমিকা পালন করেছি। আগে মনে করা হতো আমাদের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো সেখানে অর্থ প্রাপ্তির জন্য যায়। সে চিত্র বদলে গেছে। অন্যান্য দেশগুলো যেভাবে সেখানে অংশ নিয়েছে, সমান অধিকার নিয়ে আমরাও গিয়েছি।

তিনি জানান, জলবায়ু নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে সদ্যসমাপ্ত ২১তম কনফারেন্স অব পার্টিজে (কপ-২১) হওয়া চুক্তির সফলতা নির্ভর করবে এর কার্যকারিতার ওপর।

আজ মঙ্গলবার সচিবালয়ে কপ-২১ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। গত ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত হওয়া এই সম্মেলনে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার একটি চুক্তিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী সব দেশ।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, এবারের জলবায়ু সম্মেলনে আমাদের স্বার্থ সংরক্ষণ হয়েছে। তবে, এই সম্মেলনে বাংলাদেশ এককভাবে নিজেদের স্বার্থ সংরক্ষণে কাজ করেনি। এ ধরনের সম্মেলনে সাধারণত গ্রুপ হিসেবে স্বার্থ সংরক্ষণে কাজ করা হয়। স্বল্পন্নোত দেশ হিসেবে আমাদের গ্রুপের নেতৃত্ব দিয়েছে এঙ্গোলা। বাংলাদেশ এই গ্রুপে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাছান মাহমুদ, মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ