কম্পিউটার চুরির ঘটনায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২০-০৯-২০ ১৫:৩৭:৪৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার চুরির ঘটনায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ই সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা (বশেমুরবিপ্রবিতে) ঘটে যাওয়া কম্পিউটার চুরির ঘটনার বিষয়ে বিভিন্ন অসংগতির কথা তুলে ধরেন।শিক্ষার্থীরা বলেন, ঈদুল আজহার ছুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী থেকে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছিল সে বিষয়ে এখনো পূর্ণাঙ্গ কোন সমাধান হয় নাই।
এই চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির দেয়া তদন্ত প্রতিবেদন গত ৬ই সেপ্টেম্বর রেজিস্ট্রার বরাবর জমা দিলেও তা এখনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়নি।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদনটি তদন্ত কমিটি সময়মত রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এখনো তদন্ত প্রতিবেদনটি না জমা দেয়ার কারনে প্রতিবেদনটি এখনো হস্তান্তর করা হয়নি তিনি আরো বলেন, শৃঙ্খলা কমিটি বিষয়টি সম্পর্কে অবগত। শৃঙ্খলা কমিটি তদন্ত প্রতিবেদন চাইলে রেজিস্ট্রার অফিস থেকে তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করা হবে।
এই দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর ৪৯ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু সমাধান না হতেই গত ১৫ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২টি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।
এ সব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশেনর পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন এই বিষয়েও মানববন্ধনে আলোকপাত করেন শিক্ষার্থীরা। অতি দ্রুত কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরী থেকে চুরি হওয়া ৪৯ কম্পিউটারের মধ্যে ৩৪ টি কম্পিউটার উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বাকি আরো ১৫ টি কম্পিউটারসহ নতুন করে চুরিকৃত ২ টি কম্পিউটারের এখনো উদ্ধার হয়নি।
সান বিডি/নাজমুল/০৩:২৫/২০.০৯.২০২০