চাঁদপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০৯-২০ ১৬:১০:০৩


চাঁদপুরের কচুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই বাবুলের (৪৫) এর হাতে নির্মমভাবে ছোট ভাই ওয়াজী উল্লাহ (৪০) খুন হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পালাখাল মডেল ইউনিয়নের দহুলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজী উল্লাহর স্ত্রী জানায়, ঘটনার দিন সকালে ওয়াজী উল্লাহরা ৫ ভাই। ৫ ভাইয়ের পরিবার মশলা বাটার জন্য একটি মাত্র পাটা ব্যবহার করে। আগে পরে মশলা বাটা কেন্দ্র করে ওয়াজী উল্লাহ ও বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ওয়াজী উল্লাহ কে পুতা (পেষণি) দিয়ে মাথায় আঘাত করলে ওয়াজী ঘটনাস্থয়ে মারা যায়।

তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, ওয়াজী উল্লাহ’র খুন হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করেনি।

মামলা দায়েরে জন্য আসলে অবশ্যই আমরা মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।

সান বিডি/নাজমুল/০৪:১০/২০.০৯.২০২০