মায়ের নাম অন্তর্ভুক্তে আফগানিস্তানে আইন পাশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২০ ১৬:৪২:১১
প্রথমবারের মতো জন্ম সনদ ও পরিচয়পত্রে মায়ের নাম অন্তর্ভুক্ত করতে আফগানিস্তানে নতুন আইন করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো সরকারের এ সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছে।
বৃহস্পতিবার সংস্কারটি আইনে রূপ দিতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এতে আদেশে স্বাক্ষর করেছেন।
আফগানিস্তানের মহিলা ও নারীবাদী প্রবক্তাদের জন্য এ নতুন আইন এক বড় ধরণের সাফল্য বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট ঘানি’র মুখপাত্র টুইটার মারফত জানান, প্রেসিডেন্টের স্বাক্ষরের ভিত্তিতে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদে মায়ের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সান বিডি/নাজমুল/০৪:৩৮/২০.০৯.২০২০