বিকেলে শপথ নিবেন পিএসসির নতুন চেয়ারম্যান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-২১ ১১:৪৪:১০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যা মো. সোহরাব হোসাইন বিকেলে শপথ গ্রহণ করবেন।
জানা গেছ, তিনি আজ (সোমবার ২১ সেপ্টেম্বর) বিকেলে ৩ ঘটিকা সময় সুপ্রীম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
তিনি ছিলেন সরকারের সাবেক সিনিয়র সচিব। সাংবিধানিক পদ পিএসসির চেয়ারম্যান হিসেবে মো. সোহরাব হোসাইন শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, তিনি এর আগে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।
সান বিড/নাজমুল/১১:২৩/২১.০৯.২০২০