এপেক্স ট্যানারির চামড়া বিক্রির জন্য তিন কোম্পানির সাথে চুক্তি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-২৯ ১০:৫৬:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত চামড়া বিক্রির জন্য তিন কোম্পানির সাথে চুক্তি করেছে। কোম্পানি তিনটি হলো- এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও নুভো সুজ (বিডি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চুক্তি অনুযায়ী বিভিন্ন গ্রেড এবং মানের দামের ভিত্তিতে অ্যাপেক্স ট্যানিারির চামড়া বিক্রি করবে কোম্পানিগুলো। কোম্পানিগুলো ফুটওয়্যার রপ্তানিকারক হিসাবে চুক্তি করেছে।
এপেক্স ট্যানারি আশা করছে চামড়া বিক্রির মাধ্যমে এফবি ফুটওয়্যার থেকে ১৬ কোটি ৫০ লাখ, ফুটবেড ফুটওয়্যার থেকে ৩ কোটি ২৫ লাখ ও নুভো সুজ (বিডি) থেকে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় হবে। তবে বাজারে পণ্যের চাহিদার উপর আয় বাড়তে বা কমতে পারে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:৫৬/২৯/৯/২০