যে জীবের মৃত্যু নেই
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১২:৫১:১১
পৃথিবীতে কি এমন কোনো জীব রয়েছে যা অবিনশ্বর? হ্যাঁ, হাইড্রা নামক এক সেন্টিমিটার দৈর্ঘ্যের এক প্রাণী রয়েছে যার কখনোই মৃত্যু হয় না। আরও মজার বিষয় হলো বিশ্বের সব স্থানেই বিশুদ্ধ পানিতে এদের বাস।
যেহেতু জন্ম-মৃত্যু নেই, তাই এদের বয়সেরও কোনো ব্যাপার নেই। তবে বহুকোষী অন্যান্য প্রাণীর মতো এরাও পূর্ণাঙ্গতা অর্জনের পর উর্বরতা কমতে থাকে।
যুক্তরাষ্ট্রের পোমোনা কলেজের অধ্যাপক এবং গবেষক ড্যানিয়েল মার্টিনজার মনে করেন, অনুকূল পরিবেশে হাইড্রা চিরদিনই বেঁচে থাকতে সক্ষম।
প্রাকৃতিকভাবে নয়, বরং মানুষের বিশুদ্ধ করা পানিতে বসবাসরত হাইড্রা সপ্তাহে কমপক্ষে তিনবার নিজেকে পরিবর্তন করে।
মার্টিনজার বলেন, ‘অনেক দীর্ঘ সময় ধরে এই গবেষণা চালানো হয়।’
যেহেতু হাইড্রা বায়বীয় কোষ থেকে গঠিত সেজন্য বছরের পর বছর ধরে এগুলোর বার্ধক্য সৃষ্টি হয় না। বায়বীয় কোষগুলোর বিভক্ত হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। আর সেই কারণেই হাইড্রা নতুন করে পুর্নগঠিত হতে পারে।
প্রোসেডিংস অব দ্যা ন্যাশনাল একাডেমি অব সাইন্স (পিএনএএস) জার্নালে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। –