কাজী আকরাম উদ্দিন সেরা আয়করদাতার সম্মাননা পেলেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০১ ১৬:২৩:৪২
২০১৯-২০ অর্থবছরে বৃহৎ করদাতা ইউনিটে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমে্দ।
তিনি বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট।
একই অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহমেদ ঢাকা সিটি কর্পোরেশনে দীর্ঘসময় ধরে আয়কর প্রদানকারী হিসেবেও স্বীকৃতি অর্জন করেন।
সম্প্রতি ঢাকায় এনবিআর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহমেদের পক্ষে সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা।