আইডিএলসি ছাড়ছেন আরিফ খান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-০১ ১৯:৫৮:০৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। আজ তিনি কোম্পানিটির চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্রটি এখনো গৃহীত হয়নি।

একটি সূত্র জানিয়েছে, তার আইডিএলসি ছাড়া নিশ্চিত। কারণ ইতোমধ্যে পদত্যাগপত্রটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন আরিফ খান। তিনি বলেন, আইডিএলসি হলো আমার ভালোবাসার জায়গা। প্রতিষ্ঠানটির পর্ষদ ও সহকর্মীরা আমাকে অসম্ভব সহযোগিতা করেছে। ফলে একটি ভালো অবস্থানে আইডিএলসিকে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার পর সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে এসেছি। এই সময়ে কোম্পানিটির মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৭৩ শতাংশ, সম্পদ বেড়েছে ৭২ শতাংশ এবং ঋণখেলাপী (এনপিএল) সর্বনিম্ম অবস্থানে। বর্তমানে আইডিএলসির এনপিএল ৩ শতাংশের কম।

তিনি বলেন, চাকুরি অনেক করেছি। এখন নতুন করে কিছু করতে চাই।

প্রসঙ্গত, এর আগে তিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ মে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান আরিফ খান। এর আগে তিনি জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপক ছিলেন। তারও আগে তিনি আইডিএলসি ফিন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরিফ খান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর