৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৭ ১৯:০৫:২৪
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মর্তূজা, ওয়াহিদা বেগম, সালমা বানু, আবুল খায়ের, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগম, সকল ডিজিএম, এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর পক্ষেও ৭ মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।