স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপকদের আগ্রাবাদ শাখায় কর্মশালা অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৪ ১৯:৩৬:৩৮
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে‘হেডিং টু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট’শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের জন্য গত শনিবার এ কর্মশালা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও, ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ তারেক উজ জামান উক্ত কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।