শেয়ার হস্তান্তর হবে নিটল ইন্স্যুরেন্সের মৃত উদ্যোক্তা পরিচালকের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৮ ১১:৫৩:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক মরহুম মো. আনোয়ার হোসেনের শেয়ার হস্তান্তর করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এই পরিচালকের সর্বমোট ৩২ লাখ ১৬ হাজার ৬০৮টি শেয়ার রয়েছে। তার শেয়ারগুলো স্ত্রী নাজমে আরা হুসাইনকে হস্তান্তর করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:৪৫/১৮/৩/২০২১