এনআরবিসি ব্যাংকের বেড়েছে মুনাফা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২১ ১৬:০৩:২৩


সোমবার (২২ মার্চ) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া এনআরবিসি ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৫৩৯ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪১৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৭৮ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ২.০৩৬ টাকা বা ৫৩৯ শতাংশ বেড়েছে।

এদিকে ব্যাংকটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৯৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.০০১ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা ১.৭৯২ টাকা বা ১৭৯২০০ শতাংশ বেড়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২০ ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০১ টাকায়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:০৩/২১/৩/২০২১