ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারও খোলা থাকবে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৩-২২ ১৬:৫৭:১৫
করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে দেশে যতদিন পর্যন্ত ব্যাংকিং ব্যবস্থা খোলা থাকবে ততদিন পর্যন্ত পুঁজিবাজারও খোলা থাকবে। সোমবার (২২ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোভিড-১৯ মহামারীকাল সহ যে কোন সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন অব্যাহতভাবে চালু থাকবে।
এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বিএসইসি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৩০/২২/৩/২০২১