এক্সিম ব্যাংক ইনভেস্টমেন্টের প্যানেল ব্রোকার হলো সিটি ব্রোকারেজ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৪ ১৯:৫৬:৩৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এক্সিম ইসলামি ইনভেস্টমেন্ট লিমিটেডর প্যানেল ব্রোকার হলো সিটি ব্রোকারেজ লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই করেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. আফফান ইউসুফ এবং এক্সিম ইসলামি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও আবু হেনা মো. মহসিন। এ সময় উপস্থিত ছিলেন, সিটি ব্রোকারেজের সিএফও মোঃ ওয়ায়েশ কুরুনী আজাদ এবং এভিপি ও এনআরবি প্রধান মোঃ সাইফুল ইসলাম মাসুম, হেড অব সেল সাইফুল ইসলাম এবং এক্সিম ইসলামি ইনভেস্টমেন্ট লিমিটেডের শেখ মোহাম্মদ আলমগীর কামাল, মামুন-উর-রশিদসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

জানা গেছে, এই চুক্তির মাধ্যমে সিটি ব্রোকারেজ এক্সিম ইসলামি ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের সুবিধা দিবে। একই সাথে ঋণ সুবিধাও পাবে তার গ্রাহকরা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর