ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ভিএফএস থ্রেড

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-০৮ ১৩:৩৪:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই জন্য কোম্পানিটিকে সহযোগিতা করছে তালিকাভুক্ত আরেক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যবমা সম্প্রসারণের জন্য কোম্পানিটি আইপিডিসি থেকে ৫ কোটি টাকার টার্ম লোন নিয়েছে। এই টাকা দিয়ে কোম্পানির ল্যাবের উন্নয়ন, সেট নির্মাণ ও ফায়ার সেফটির উন্নয়নে ব্যবহার করেবে।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম আজহার রহমান সানবিডিকে বলেন, পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই জন্য আমরা একটি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা টার্ম লোন নিয়েছি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর