পুঁজিবাজার লেনদেনের বিষয়ে বিএসইসির নির্দেশনা জারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৪ ১৯:৩৮:০৬


কঠোর লকডাউনেও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কমিশন।

বিএসইসির যুগ্ম পরিচালক মো. কাওসার আলী সই করা নির্দেশনায় বলা হয়েছে,বিধি-নিষেধ চলাকালিন সময়ে সরাকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত পুঁজিবাজারের লেনদেন ও আনুসাঙ্গিক কার্যক্রম সম্পাদানের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শাখা ও প্রধান কার্যালয় খোলা রাখতে হবে।

স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত লোকবল দ্বারা পুঁজিবাজারের লেনদেন সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য সকল নির্দেশনা মেনে চলতে হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর