দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৭ ১৪:০৬:৩২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০ বারে ১৯ হাজার ৪৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা  ইনটেক অনলাইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৬ বারে ৩ লাখ ৭৬ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩০ বারে ৬ লাখ ৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- খান ব্রাদার্সের ৬ দশমিক ৪১ শতাংশ, বিকন ফার্মার ৬ দশমিক ২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫ দশমিক ৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫ দশমিক ৬২ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৫ দশমিক ৩২ শতাংশ, রহিমা ফুডের ৫ দশমিক ২৯ শতাংশ ও তাল্লু স্পিনিংয়ের ৫ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৪:০৫/২৭/৪/২০২১