৭ হাজার পরিবারকে খাদ্য দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-০৮ ১৯:১০:৫৫


স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক করোনাভাইরাসের প্রভাবে জীবিকা হারানো ৭ হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য তাদের গ্রাহকদের পক্ষ থেকে পৌঁছে দিয়েছে। খাবারগুলো তৈরি এবং সারা ঢাকা শহরে বিতরণের জন্য তারা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে একজোট হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘প্রতি রমজানে ক্লায়েন্টদের সাথে একসাথে ইফতার করার সৌভাগ্য আমাদের হয়েছে। যদিও এ বছর আমাদের তা করার সৌভাগ্য হয়নি, তবে আমারা ভাগ্যবান যে আমরা আমাদের গ্রাহকদের পক্ষ থেকে পবিত্র মাসে দুস্থ সম্প্রদায়ের খাদ্য সাহায্য পৌঁছে দিতে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘এই মহামারীর কারণে সমাজের চ্যালেঞ্জগুলো নিয়ত প্রকাশ পাচ্ছে যার ফলে ভাগ্য সহায়হীনরা আরও ক্ষমতাহীন হয়ে পড়ছে। এই সহৃদয়পূর্ণ পদক্ষেপটি আমাদের উদ্দেশ্যগুলির সংহতির এক নিদর্শন, যাতে করে আমরা সমাজের সেই চ্যালেঞ্জগুলো নিরাময়ের জন্য একসাথে কাজ করতে পারি।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রাচীনতম আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান, যা এই ২০২১ সালে বাংলাদেশে ১১৬ বছর উদযাপন করছে। ব্যাংকটি অগ্রগতিতে বিশ্বস্ত অংশীদার হিসাবে তাদের সেবার মাধ্যমে জাতির অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড-১৯ চ্যালেঞ্জের মুখে ব্যাংকটি মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ জুড়ে তৃণমূল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যচ্ছে।

ব্যাংকটির কার্যক্রমগুলো দক্ষতা উন্নয়ন ও কর্মশক্তি পুনঃ সংহতির মাধ্যমে দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা এবং জীবন রক্ষাকারী মেডিকেল সহায়তার উপর জোর দিচ্ছে। এই সম্মিলিত উদ্যোগগুলিকে বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে সিএসআর ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক ব্যয় করা আন্তর্জাতিক ব্যাংক হিসাবে স্বীকৃত দিয়েছে।

সানবিডি/এএ