সম্পদ ব্যবস্থাপনায় শীর্ষে এলআর গ্লোবাল: সিইও

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-০৮ ২৩:১৬:৩৪


এলআর গ্লোবাল দেশের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর মধ্যে মুনাফার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে বলেও মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম। শনিনবার ঢাকার অ্যামচেম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুঁজিবাজার পরিস্থিতি এবং এলআর গ্লোবালের সাফল্যের বিবরণ তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত চার বছর যাবত এলআর গ্লোবাল মুনাফার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে। নিউ ইয়র্ক ভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশে পরিচালনা করছে ছয়টি মিউচুয়াল ফান্ড। এগুলোর মধ্যে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১। আগামীতে আরও ফান্ড আনার ইচ্ছার কথা সংবাদ সম্মেলনে জানান কোম্পানির প্রধান নির্বাহী।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এলআর গ্লোবালের ফান্ডগুলো যথাক্রমে ৩২ দশমিক ৪০ শতাংশ, ১৭ দশমিক ৫০ শতাংশ, ১৯ দশমিক ৪০ শতাংশ এবং ৪০ দশমিক ১০ শতাংশ ক্রমসঞ্চিত মুনাফা ‍দিতে পেরেছে।

বাংলাদেশের আর কোনো সম্পদ ব্যবস্থাপকের পরিচালিত মিউচুয়াল ফান্ড তা দিতে পারেনি বলে দাবি করেন ওয়াল স্ট্রিটে কাজ করে আসা রিয়াজ।

তিনি বলেন, “এলআর গ্লোবাল পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো যে শুধু ভালো মুনাফা দিয়েছে তা নয়, এখানে বিনিয়োগকারীদের ঝুঁকিও কম।”

ফান্ডগুলো কোথায় কত বিনিয়োগ করেছে, তার একটি তালিকা দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গত পাঁচ বছরে এলআর গ্লোবাল পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর ঝুঁকি ‘সবচয়ে কম ছিল’।

তাদের হাতে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। এ পর্যন্ত তারা মোট ৬৬ কোটি ৭২ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে, যা তহবিলের আকারের ৫৫ দশমিক ৬০ শতাংশ।

গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত হয় ২০১০ সালে। এ পর্যন্ত ৪৭ কোটি ২৫ লাখ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে এ ফান্ডে, যা মোট তহবিলের ৩১ দশমিক ৫০ শতাংশ।

২০১১ সালে তালিকাভুক্ত এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড থেকে এ পর্যন্ত লভ্যাংশ দেওয়া হয়েছে ৫৩ কোটি ৭৫ লাখ টাকা, যা তহবিলের আকারের ৫৩ দশমিক ৭৫ শতাংশ।

এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০১১ সালে তালিকাভুক্ত হওয়ার পর ৪৮ কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে, যা মোট ফান্ডের আকারের ৪৮ দশমিক ৫০ শতাংশ।

এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ফান্ডটি থেকে ১২৫ কোটি ৩ লাখ টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে, যা মোট ফান্ডের আকারের ৪১ দশমিক ৬৮ শতাংশ।

আর এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১২ সালে। মোট ৫১ কোটি ২৭ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে এই ফান্ড, যা মোট তহবিলের ৫১ দশমিক ২৭ শতাংশ।