ইউসিবি ব্যাংক ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৪ ১৮:৪৪:৩৫


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।

ইউসিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ইউসিবি, ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিস্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে। উপায় এবং অন্যান্য এমএফএফেসের মাধ্যমে পরিশোধের সংগৃহীত অর্থ পরের দিন ইউসিবি ব্যাংকের ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এই বিষয়ে, ইউসিবি ভূমি মন্ত্রণালয়কে একটি অটোমেটেড সিস্টেম এবং এমআইএস তৈরি করতে সহযোগিতা করবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ; উপ-সচিব জাহিদ হোসেন পনির; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস; ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।