স্বাক্ষর জালিয়াতি, রানার বিরুদ্ধে তারানার মামলা
|| প্রকাশ: ২০১৬-০১-২৫ ১৬:৪৫:৪৭ || আপডেট: ২০১৬-০১-২৫ ১৬:৪৫:৪৭

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে সই জাল করে অর্থ আদায়ের অভিযোগ তুলে মামলা করেছেন সংগঠনটির সভাপতি টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। তারানা হালিমের পক্ষে তার একান্ত সচিব জয়দেব নন্দী মামলাটি করেছেন। মামলা নম্বর (৪০)। বিয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব।
মামলার বিবরণীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সভাপতি তারানা হালিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি সংগঠনের প্যাডে তারানার স্বাক্ষর জাল করে টেলিটকের কাছ থেকে স্পন্সর চাওয়া হয়। বিষয়টি নজরে আসলে তারানা হালিম রানার বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন।
এ ব্যাপারে তারানা হালিম এ ব্যাপারে একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘দুর্নীতি আমি একদম সহ্য করি না। দুর্নীতি করায় আমি আমার সংগঠনের নেতাকেও ছাড় দিইনি।’
সানবিডি/ঢাকা/আহো
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
‘সব বিশ্ববিদ্যালয়ে হবে শেখ কামাল বিজনেস ইনকিউবেশন সেন্টার’
-
বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের লাইভ শপিং
-
সামাজিক যোগাযোগমাধ্যম আর্থিক ও মানসিক স্বাচ্ছন্দ্য ক্ষতিগ্রস্ত করছে: গবেষণা
-
দাম বাড়ায় বিক্রি কমেছে প্রযুক্তি পণ্যের
-
ঢাকা ও চট্টগ্রামে গ্রামীণফোনের ফাইভজি ট্রায়াল পরিচালনা
-
আমরা টেকনোলজিসের ব্যান্ডউইডথ ব্লকের আদেশ প্রত্যাহার