সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-০৬ ১৯:১৬:৩৫


বে-মেয়াদি সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ডের ট্রাস্টি ২০২০-২০২১ আর্থিক বছরের সাড়ে ১৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এর আগে অর্ন্তবর্তীকালীন নগদ আরও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। সব মিলিয়ে সাড়ে ২৯ শতাংশ চুড়ান্ত লভ্যাংশ দিলো।

কোম্পানি সূত্র মতে, ২০২০-২০২১ আর্থিক বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় ৫ টাকা ৯০ পয়সা। আর্থিক বছর ২০২০-২০২১ এ বাজার মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট ১৫ টাকা ৪৬ পয়সা। খরচ মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য প্রতি ইউনিট টাকা ১৩ টাকা ৬৭ পয়সা এবং নিট অপারেটিং ক্যাশফ্লো প্রতি ইউনিট ৫ টাকা ৮৭ পয়সা।

এ বিষয়ে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সিনিয়র ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এমএম তানজির হাসান সানবিডিকে বলেন, আমাদের এই ফান্ডের কার্যক্রম চালু পর থেকেই আমাদের নিজস্ব গবেষণার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করি। ফান্ডটি পুঁজিবাজারে বিনিয়োগ করে ইউনিটহোল্ডারদেরকে সাড়ে ২৯ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছি। আশা করি আগামী দিনে ইউনিটহোল্ডারদেরকে আরও ভালো কিছু দিতে পারবো।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর