দর পতনের শীর্ষে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-০৮ ১৬:১৯:৫৮
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯২ শতাংশ কমেছে। ফান্ডটি ৬৬৭ বারে ৩৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮৮ বারে ৪৩ লাখ ১৯ হাজার ৭৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১৪ বারে ৩ লাখ ১৬ হাজার ৫০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জিএসপি ফাইন্যান্সের ৫.৫৯ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৫৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.২৩ শতাংশ, শেফার্ডের ৪.১৬ শতাংশ, ইমাম বাটনের ৪.০৭ শতাংশ এবং দুলামিয়া কটনের শেয়ার দর ৩.৯৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস