সিম নিবন্ধনে শতভাগ সহায়তা করছে না অপারেটররা
|| প্রকাশ: ২০১৬-০১-২৬ ১৪:০৭:১৯ || আপডেট: ২০১৬-০১-২৬ ১৪:০৭:১৯

সিম রিমের বায়োমেট্রিক নিবন্ধনে মোবাইল অপারেটররা শতভাগ সহায়তা করছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, সিম নিবন্ধনে মোবাইল অপারেটররা শতভাগ সহায়তা করলে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন ধরনের হতো।
মঙ্গলবার সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স ফোরামের (টিআরএনবি) নববির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, অপারেটরদের সহায়তার চিত্রটা একরকম, গ্রাউন্ড লেভেলে অন্য রকম। এটা হতে পারে না।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪শ’টির মতো অভিযোগ এসেছে। এসব অভিযোগ নিয়ে আগামী বৃহস্পতিবার মোবাইল কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবো।
সানবিডি/ঢাকা/আহো