সিএসইতেও ট্রেক পেল সাকিবের মোনার্ক হোল্ডিংস

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৯-১৬ ১৮:০১:২৫


দেশের দ্বিতীয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ট্রেক পেয়েছে বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মোনার্ক হোল্ডিংস লিমিটেড। আজ বৃহস্পতিবার সিএসইর ২৩টি ট্রেকের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন কাজী সাদিয়া। তিনি সানবিডিকে বলেন, ইতোমধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক পেয়েছে মোনার্ক হোল্ডিংস। আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি খুব শিগগির ব্যবসা শুরু করতে পারবো।

তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন মানুষের হাতে হাতে স্মার্ট ফোন রয়েছে। তাই বাজারকে কীভাবে সারাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায় এ বিষয়ে কাজ করবে মোনার্ক। প্রতিষ্ঠানটি বাজারে প্রচলিত সিকিউরিটিজ হাউজের ধারণাকে আরও গণমুখি করতে আন্তরিকভাবে কাজ করবে।

সিএসইর ট্রেক অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বেক্সিমকো সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, ডেয়টন সিকিউরিটিজ, মার্চেন্ট সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, কলম্বিয়া শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট, বিনিময় সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, ডায়নেস্টি সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল, ম্যাট্রিক্স সিকিউরিটিজ ও ডিপি৭।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর