মেয়াদি আমানতে সুদহার বাড়ানোয় বাড়ছে ঋণের সুদহার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-১৯ ১৫:৪২:১৩
মেয়াদি আমানতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদহার নির্ধারণ করে দেওয়ার পর এবার ব্যাংকগুলো বাড়াতে শুরু করেছে ঋণের সুদহার। গাড়ি, বাড়ি, বড় শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ৬ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা সুদহার এখন বাড়ানো হচ্ছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার ফলে কোনো ব্যাংক ৯ শতাংশের বেশি সুদ নিতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের মেয়াদি আমানতে মূল্যস্ফীতির নিচে সুদ দেওয়া যাবে না এমন নির্দেশনা কার্যকরের পর ঋণের সুদহার বাড়ছে। লোকসান ঠেকাতে সুদ না বাড়িয়ে উপায় নেই বলে জানিয়েছেন ব্যাংকাররা।
এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর ধরে এমনিতেই বিনিয়োগে ধীরগতি ছিল। মহামারি করোনা শুরুর পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শিল্প, সেবাসহ বিভিন্ন খাতে ঋণ চাহিদা অনেক কমায় অধিকাংশ ব্যাংকের হাতে বিপুল পরিমাণের উদ্বৃত্ত অর্থ জমেছে। এই অর্থ বিনিয়োগে নিতে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ভোক্তা ঋণ বাড়ানোর একটা চেষ্টা শুরু হয়। বেশিরভাগ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত ৯ শতাংশের কম সুদে ভোক্তা ঋণ দিচ্ছিল। অথচ গত বছর সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারের সীমা ঠিক করে দেওয়ার আগে এসব ক্ষেত্রে ১২ থেকে ১৬ শতাংশ সুদ ছিল। এখন মেয়াদি আমানতে সুদহার বাড়ানোর পর অধিকাংশ ব্যাংক ভোক্তাসহ অন্যান্য ঋণে সুদ বাড়াতে শুরু করেছে।
সানবিডি/এনজে