রফতানি সহায়তায় অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৯-২১ ২০:৫০:২৮
ব্যাংকে নিয়োজিত অডিট ফার্মের মাধ্যমেই রফতানি ভর্তুকির আবেদনপত্র নিরীক্ষা করানো যাবে। প্রয়োজনে অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগ দেওয়া যাবে। এর আগে ব্যাংক ও রফতানি ভর্তুকি যাচাইয়ে আলাদা আলাদা অডিট ফার্ম নিয়োগের নির্দেশনা ছিল।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশে কার্যরত সব অনুমোদিত ডিলারের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, চলতি ২০২১-২০২২ অর্থবছরে নগদ রফতানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষার কাজ দ্রুত করার জন্য অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখপূর্বক বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।
এএ