কনজ্যুমার খাতে বিনিয়োগ প্রত্যাহার ইবনে সিনার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৯-২২ ১১:১৩:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ কনজ্যুমার পণ্য খাতে করা তার বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, এই সিদ্ধান্তের আলোকে কোম্পানিটি ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করে দেওয়া হবে। দ্যা ইবনে সিনা কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ৪০ ভাগ শেয়ারের মালিক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। এই শেয়ার কেনার জন্য কোম্পানিটি ৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল। কিন্তু সামগ্রিক বাস্তবতা পর্যালোচনায় কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করছে, এই খাতে বিনিয়োগ বাস্তবসম্মত ও লাভজনক নয়। তাই এই বিনিয়োগ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস