ক্রুজ শিপের ব্যবসায় করবে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৯-২৩ ১৪:৩৭:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা যাত্রী পরিবহনে ক্রুজ শিপ ট্যুরের ব্যবসা শুরু করতে যাচ্ছে। এজন্য প্রাথমিকভাবে দুটি ক্রুজ শিপ কেনা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ক্রুজ শিপ দিয়ে খুলনা-সুন্দরবন-খুলনা নৌ রুটে যাত্রীদের জন্য ট্যুর প্যাকেজ পরিচালনায় ব্যবহার করা হবে। এজন্য প্রাথমিকভাবে প্রায় ৭ কোটি  ১৫ লাখ টাকা দিয়ে দুটি ক্রুজ শিপ কেনা হবে। সী পার্লের এই নতুন ব্যবসা অক্টোবর মাস থেকে শুরু হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস