নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৫ ১৫:৫৮:১৫


নতুন সদস্য হিসেবে নিউ ডেভেলপমেন্ট যোগ দান করেছে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর ব্যাংকটিতে যোগদান করে বাংলাদেশ।

আজ শনিবার অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস (BRICS) জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গত ২০ আগস্ট অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয় এবং সে প্রেক্ষিতে ব্যাংকটির নিয়ম অনুযায়ী গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের কাছে  ইন্সট্রুমেন্ট অব এক্সেশন (Instrument of Accession) দাখিল করলে উক্ত তারিখ থেকে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো এক বার্তার মাধ্যমে বিষয়টি বাংলাদেশের অর্থমন্ত্রীকে অবহিত করেন এবং উষ্ণ অভিনন্দন জানান। বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে ব্রিকস জোটের বাইরে প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল।

প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০ টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে।

সানবিডি/এনজে