সামিট পাওয়ারের মদনগঞ্জ পাওয়ারের মেয়াদ শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৭ ১০:৪২:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের মদনগঞ্জ পাওয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ গত ৩১ মার্চ শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পাওয়ার প্লান্টটির ১০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল। বর্তমানে প্লান্টটির কার্যক্রম বন্ধ রয়েছে। এই প্রকল্পটির মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি প্রস্তাবনা রয়েছে। কোম্পানিটি বিদ্যুৎ ছাড়া কোনো টাকা পরিশোধ করবে না।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামিট পাওয়ার বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) থেকে ৬৩১ কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা পেয়েছে। কোম্পানিটি উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের রিট পিটিশনে আবেদনের মাধ্যমে প্রাপ্য টাকা ফেরত পেয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস