এগ্রিগেট উৎপাদন ও বিপনন করতে পারবে না লাফার্জ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-২৯ ০৯:২২:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডকে এগ্রিগেট উৎপাদন ও বিপনন বন্ধের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন। সম্প্রতি এই নির্দেশা কোম্পানির কাছে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি।
জানা গেছে, কোম্পানিটি বর্তমানে চুনাপাথর থেকে সিমেন্ট ও ক্লিংকার উৎপাদন করে। একই সাথে ক্রাশিং করে নতুন পণ্য এগ্রিগেটও উৎপাদন ও বিপনন। ফলে স্থানীয়দের অভিযোগ কোম্পানিটি অবৈধভাবে এগ্রিগেটও উৎপাদন ও বিপনন করছে। এর মাধ্যমে সরকারের বিশাল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে। একই সাথে স্থানীয়রা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অভিযোগ নিয়ে তারা সভা-সেমিনার ও বিভিন্ন পর্যায়ে চিঠি চালাচালি করছে।
একটি সূত্র জানিয়েছে, বিষয়টি যাচাই করার জন্য শিল্প মন্ত্রণালয়সহ কয়েকটি কমিটি করেছে। এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পক্ষ থেকে নতুন পণ্য এগ্রিগেটও উৎপাদন ও বিপনন বন্ধের নির্দেশনা দেওয়া হলো।
তবে কোম্পানি বলছে, সকল আইন মেনেই তারা নতুন পণ্য এগ্রিগেটও উৎপাদন ও বিপনন করছে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম সানবিডিকে বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পক্ষ থেকে নতুন পণ্য এগ্রিগেটও উৎপাদন ও বিপনন বন্ধের নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা এটি নিয়ে পর্যালোচনা করছি। তবে সরকারের সকল আইন মেনেই নতুন পণ্য এগ্রিগেটও উৎপাদন ও বিপনন করছে বলে জানান তিনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর