প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের তহবিল থেকে ঋণ নেওয়ার সময় বাড়লো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৯-৩০ ২০:০৫:৩৭


মহামারি করোনার প্রকোপে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের পাঁচ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নেওয়ার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

‍আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এই সার্কুলারে বলা হয়েছে, তহবিলের মেয়াদ এক বছর অতিক্রান্ত হওয়ায় অনেকেই তহবিলের আওতায় ঋণ সুবিধা পাচ্ছেন না  বিধায় তাদের রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিতকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনয়নে গঠিত তহবিলটির লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, একজন গ্রাহককে তহবিলের মেয়াদকালের ৩ বছরে ওই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ৬ মাস মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে। যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।

‌উল্লেখ্য, তিন বছর মেয়াদি এ স্কিমের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ঋণের সুদহার ৫ শতাংশ।

সানবিডি/এনজে