সুহৃদের পরিচালকদের বিরুদ্ধে মামলা করবে বিএসইসি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ১৯:৩১:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার ( ৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সালে সামর্থ্য না থাকা সত্বেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। লভ্যাংশ পরিশোধ না করার বিষয়ে গঠিত তদত্ত কমিটির প্রতিবেদনের ভিভিতে দেখা যায় যে আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও কোম্পানির তৎকালীন পরিচালনা পর্ষদ প্রতারনামূলক কর্মকান্ডের উদ্দেশো লভ্যাংশ ঘোষণা করে। এই কর্মকান্ডে দায়ী সকলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস